Bangladeshi Students Association in Germany-BDSAG তে এ স্বাগতম । যারা জার্মানি তে পড়াশুনা করার জন্য আগ্রহী বা বর্তমানে করছে তাদের কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলকে একত্রিত করে একটি কমিউনিটি তৈরি করা। যার ফলে আমারা সকলে নিজেদের বিভিন্ন সমস্যা অন্যদেরকে জানাতে পারি এবং নিজেদের জানা অভিজ্ঞতা, মতামত সমূহ অন্যানদের সাথে শেয়ার করতে পারি।
আশা করি সকলেই নিজেদের জ্ঞান সবার সাথে শেয়ার করবেন। আর আপনার জ্ঞানের পরিধিকে আরেক ধাপ এগিয়ে নিতে এবং আপনার অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে Bangladeshi Students Association in Germany- BDSAG সঙ্গে থাকুন।
Contact:
Facebook: https://www.facebook.com/groups/BDSAG
https://www.facebook.com/BDSAG
Contact Person: Samsuddin Sikder (email: mailtobdsag@gmail.com)